শুক্রবার (৬ জুলাই) সহায়তা প্যাকেজের প্রথম ধাপে ১০০ মিলিয়ন ডলার অনুমোদন দেওয়া হয়েছে বলে এডিবির কর্মকর্তারা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
কক্সবাজারে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছে।
এডিবির তহবিল এজেন্সির সভাপতি তাকেহিকো নাকাও আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এডিবির প্রজেক্টের প্রথম ধাপের অর্থ সহায়তা রোহিঙ্গাদের প্রাথমিক অবকাঠামো ও সেবার জন্য সরবরাহ করা হবে। যা রোহিঙ্গাদের অনাহার, রোগ ও দুর্যোগের মতো ঝুঁকি কমাতে সাহায্য করবে।
চলতি বছরের মে মাসে ম্যানিলায় এডিবির বার্ষিক বৈঠকে বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য সাহায্য তহবিল চায়। এ তহবিলে বাংলাদেশ ২০ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেবে। বাংলাদেশ ও এডিবির যৌথ সহায়তায় প্রথম ধাপে এ অর্থ সহায়তার পরিমাণ দাঁড়াবে ১২০ মিলিয়ন ডলার। প্রথম ধাপে ২ থেকে আড়াই বছরে এই সহায়তা ব্যয় দেওয়া হবে।
এ প্রজেক্টের আওতায় ক্যাম্পে যাওয়ার সংযোগ সড়ক সংস্কার করা হবে। যাতে প্রয়োজনীয় খাদ্য মজুদ ও সরবরাহ কেন্দ্র, হাসপাতাল, বিদ্যালয় এবং অন্য জরুরি স্থানগুলোতে যাতায়াত সহজ হবে।
এছাড়া সাইক্লোন ও বর্ষা মৌসুমের ঝড় বিপর্যয় মোকাবিলা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণ, ভূমিধস রক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করা হবে।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৮
এএইচ/আরআর