ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদিতে জঙ্গি হামলায় এক বাংলাদেশি নিহত 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, জুলাই ৮, ২০১৮
সৌদিতে জঙ্গি হামলায় এক বাংলাদেশি নিহত 

ঢাকা: সৌদি আরবের কাসিম প্রদেশের বুরাইদহ এলাকার একটি চেক পয়েন্টে জঙ্গি হামলা চালানো হয়েছে। হামলায় সৌদি আরবের একজন নিরাপত্তা বাহিনীর সদস্য ও একজন বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার (৮ জুলাই) বিকেলে এ হামলার ঘটনা ঘটে। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সৌদি প্রেস এজেন্সির বরাদ দিয়ে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, বিকেল পৌনে ৪টায় ওই চেক পয়েন্টে তিন জঙ্গি হামলা চালায়। হামলায় সৌদি নিরাপত্তা অফিসার সুলাইমান আবদুল আজিজ আল আবদালিতফ নিহত হন। এছাড়া একজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। তবে নিহত বাংলাদেশির নাম-পরিচায় জানা সম্ভব হয়নি।

সংবাদমাধ্যটি জানায়, জঙ্গি হামলার সময় নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি ছুড়ে। এসময় গোলাগুলিতে তিন জঙ্গির মধ্যে দু’জন মারা যায়। অপর একজন আহত হয়েছে। এ নিয়ে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী তদন্ত চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৮
টিআর/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।