ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘থাই গুহা কাহিনী’ নিয়ে এবার হলিউড সিনেমা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
‘থাই গুহা কাহিনী’ নিয়ে এবার হলিউড সিনেমা থাম লুয়াং গুহা। ছবি: সংগৃহীত

ঢাকা: থাই গুহায় আটকে পড়া খুদে ফুবলারদের উদ্ধার, গোটা বিশ্বকে চমকে দিয়েছে। তোলপাড় সৃষ্টি করা শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান নিয়ে এখন আলোচনা-প্রসংশার শেষ নেই। কি করে, কিভাবে এমন বিপজ্জনক অবস্থা থেকে তাদের উদ্ধার করা হলো, এ নিয়ে বেশ জানার আগ্রহও রয়েছে বিশ্ববাসীর। আর এই ‘গুহা কাহিনী’ পুঁজি করে এখন সিনেমা নির্মাণের প্রস্তুতি চালাচ্ছে মার্কিন চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান পিওর ফ্লিক্স এন্টারটেইনমেন্ট।

এতোমধ্যে পিওর ফ্লিক্সের পার্টনার মাইকেল স্কট ও প্রতিষ্ঠানের সহ-প্রযোজক অ্যাডাম স্মিথ থাই থাম লুয়াং গুহা পরিদর্শন করেছেন। তারা সময় নষ্ট না করে শিগগিরই চলচ্চিত্র বানাতে চান।

তবে থাইল্যান্ড কর্তৃপক্ষের অনুমতি পেলেই তারা ‘চলচ্চিত্র মিশনে’ যাবেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, হলিউড প্রযোজনা প্রতিষ্ঠান ‘ব্যানার’র প্রধান নির্বাহী (সিইও) মাইকেল স্কট ঘোষণা দিয়েছেন, থাই গুহা থেকে কিশোরদের উদ্ধারে যে শ্বাসরুদ্ধকর অভিযান চালানো হয়েছে, তা নিয়ে শিগগিরই চলচ্চিত্র নির্মাণ করা হচ্ছে। তার জন্য ৩০ মিলিয়ন থেকে ৬০ মিলিয়ন ডলার বাজেটও বহন করবে প্রতিষ্ঠানটি।

মাইকেল স্কট বলেন, গুহা থেকে কিশোরদের উদ্ধার বীরত্বের সাক্ষী। অবিশ্বাস্যভাবে তাদের উদ্ধার করা হয়েছে। এ নিয়ে সুন্দর একটি গল্প তৈরি করা যায়। আমাদের জন্য আকর্ষণীয় একটি সিনেমা হবে।

তিনি এও বলেন, আমি কিশোরদের উদ্ধারকারী কয়েক ডুবুরির সঙ্গে কথা বলেছি। তবে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় গুহায় আটকে থাকা কিশোরদের সঙ্গে এখনও কথা বলা হয়নি।

গত ২৩ জুন বার্ষিক ভ্রমণে থাইল্যান্ডের উত্তরাঞ্চলে পাহাড়ি এলাকায় গিয়ে হারিয়ে যায় ১১-১৬ বছর বয়সী ১২ ফুটবলার ও ২৫ বছর বয়সী তাদের কোচ। পরে ২ জুলাই উত্তরাঞ্চলের চিয়াং রাই প্রদেশের থাম লুয়াং গুহায় তাদের সন্ধান পায় ব্রিটিশ ও থাই ডুবুরি দল। রোববার (০৮ জুলাই) স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হয় শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান। চারজনকে উদ্ধার করে রাত ৯টায় তা স্থগিত ঘোষণা করা হয়। ভেতরে রয়ে গিয়েছিল আরও নয়জন। এরপর সোমবার (০৯ জুলাই) সকাল ১১টা থেকে আবারও অভিযানে নামে যৌথ ডুবুরি দল। পরে চারজন উদ্ধার করে আপাতত অভিযান স্থগিত রাখে। মঙ্গলবার (১০ জুলাই) তৃতীয়বারের মতো অভিযানে নেমে বাকি পাঁচজনকে উদ্ধার করে সমাপ্ত করা হয় অভিযান। তিন দিন ধরে চলা বিপজ্জনক ও অত্যন্ত কঠিন এ উদ্ধার অভিযান গোট বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। সবারই জানার কৌতুহল এখন কঠিন উদ্ধার অভিযানের দিকে। তাই এটি পুঁজি করে মাঠে নামছে হলিউড।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।