স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শনিবার (১৪ জুলাই) ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে নিহত ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়ার দিন এ ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, নিহত ব্যক্তির নাম সুগিতো (৪৮)।
কর্তৃপক্ষ জানায়, সুগিতোর স্বজন ও স্থানীয়রা উত্তেজিত হয়ে খামারের পাশে থানায় গিয়ে প্রতিবাদ জানান। খামার কর্তৃপক্ষ ক্ষতিপূরণের দেওয়ার জন্য সম্মতও হয়। কিন্তু কয়েকশ উত্তেজিত জনতা এতে সন্তুষ্ট না হয়ে খামারের দিকে ছুরি, রামদা নিয়ে অগ্রসর হয়। এরপর তারা ২৯২টি কুমিরকে মেরে ফেলে। চার ইঞ্চি লম্বা শিশু কুমির থেকে দুই মিটার লম্বা বয়স্ক কুমির কোনোটাই বাদ যায়নি।
পাপুয়ার সরং ডিস্ট্রিক্টের পুলিশ প্রধান দেওয়া মাদে সিদান সুতরাহনা বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ইন্দোনেশিয়ায় প্রচুর বন্যপ্রাণীর বাস। প্রত্যেকবছর কুমিরসহ অন্য প্রজাতির প্রাণী এ অঞ্চলে অনেক মানুষকে আক্রমণ করে ও মেরে ফেলে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
এএইচ/এএ