স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, সাংহাই থেকে ৪৫ কিলোমিটার পূর্বে আঘাত হানা মৌসুমি ঝড়টি কেন্দ্রে আশপাশের ২৮ মিটার দূরত্ব নিয়ে শক্তি সঞ্চয় করছে।
এরইমধ্যে প্রায় দুই লাখ মানুষকে ঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
এছাড়া পাশ্ববর্তী ঝিংজিং ও জংশুতে আরো প্রায় ৪৩ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। নির্দেশনা মেনে অন্তত ২৮ হাজার জাহাজ ও ২৩ হাজার মাছ ধরার নৌকা ঝিংজিং বন্দরে ফিরে এসেছে।
প্রাথমিক টাইফুনের আঘাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে এরইমধ্যে টাইফুনের আঘাত প্রবণ এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
জেডএস