ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বব্যাপী সাংবাদিক হত্যা বাড়ছেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
বিশ্বব্যাপী সাংবাদিক হত্যা বাড়ছেই হত্যার শিকার কয়েক সাংবাদিকের সংগৃহীত ছবি

ঢাকা: বিশ্বব্যাপী সাংবাদিক হত্যা, হামলা ও গুমের মধ্য দিয়ে আরেকটি হতাশার বছর পেরিয়ে যাচ্ছে। বছর শেষ না হতেই সারাবিশ্বে এ পর্যন্ত ৫৫ জন সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে একটি জরিপে উঠে এসেছে। এটি অশুভ উন্নতি বলেও উল্লেখ করছে জরিপটি।

গত বছর বিশ্বব্যাপী সাংবাদিক হত্যা করা হয়েছিল ৬১ জন। এর আগে ২০১৩ সালে ৭২ জনকে হত্যা করা হয়েছিল।

আর এবার বছর শেষ হওয়ার প্রায় অর্ধেক সময় থাকতেই অন্যান্য বছরের কাছাকাছি সংখ্যককে গিয়ে দাঁড়িয়ে গেছে। তাতে ব্যাপক উদ্বিগ্নতায় আছেন সংশ্লিষ্টরা।

যদিও একটি অবিশ্বাস্য প্রতিকূল পরিস্থিতি হলো সাংবাদিকতা। বেশির ভাগ সাংবাদিকই কাজ করতে গিয়ে নানা প্রতিকূলতার সম্মুখীন হয়। আর এমন কার্যক্রমের কারণেই গত এক দশকে ৫৯৭ জন সাংবাদিককে হত্যার শিকার হতে হয়েছে।

নিউইয়র্কভিত্তিক প্রেস স্বাধীনতা ওয়াচডগের ব্যাখ্যা অনুযায়ী, সাংবাদিক রক্ষা কমিটিগুলো তৎপরতা চালিয়ে যাচ্ছে। তারা সাংবাদিক হত্যার মামলাগুলো সম্পর্কে তথ্য উৎঘাটনে জোর দিয়ে কাজ করছে। কিন্তু এটা দুঃখজনক যে, শুধু মামলার তথ্য বের করে আনতে গিয়ে এ পর্যন্ত আরও ১৮ জন্য সাংবাদিক প্রাণ হারিয়েছেন।

পরিসংখ্যানগুলো এমন কঠিন বাস্তবতা প্রকাশ করে বলছে, সাংবাদিক হত্যার সবচেয়ে উচ্চতর অনুপাতে আছে ২০১৫ সাল। এছাড়া এ বছরও বেশি হওয়ার শঙ্কা রয়েছে। বছর শেষ না হতেই ৫৫ জনের প্রাণহানি হলো। তার মধ্যে ৪০ জনকে হত্যা আর বাকিদের ক্রসফায়ারসহ বিভিন্নভাবে প্রাণ দিতে হয়েছে। যা অন্যান্য বছরের ওই সময়টির তুলনা করলে ২০১৪ সালে ২৭ জন, ২০১৩ সালে ৩২, ২০১২ সালে ৩৫ জনে ছিল। এ হিসেবে এবার অনেকটা বেশি।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।