আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, ১৯২৭ সালের পর ইতিহাসে এই প্রথম কোনো কার্ডিনাল বা সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন পদবি ও লাল টুপি হারালেন। তাও স্ব-ইচ্ছায়।
শনিবার (২৮ জুলাই) পোপ ফ্রান্সিস এই কার্ডিনালের পদত্যাগ গ্রহণ করেন।
ভ্যাটিক্যান সূত্রে জানা যায়, ম্যাক ক্যারিক ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ওয়াশিংটনের আর্কবিশপ (বিশপদের ঊর্ধ্বতন যাজকবিশেষ/সর্বোচ্চ মার্গের দেবদূত) ছিলেন। ভ্যাটিক্যানের মতে, তার আত্ম নিন্দা ও প্রার্থনার মাধ্যমে যাজকীয় পর্বের ইতি টানা উচিত।
তবে এই কার্ডিনাল জানিয়েছেন, তার এই অভিযোগ সম্পর্কে কিছুই মনে নেই।
থিয়োডোর ম্যাক ক্যারিক আমেরিকার একজন উচ্চ ক্ষমতাধর ক্যাথলিক ধর্মনেতা। যিনি মানবাধিকার বিষয়ে এ পর্যন্ত যুগান্তকারী পদক্ষেপের নায়ক হিসেবে পরিচিত।
বাংলাদেশ সময়: ০২৪৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
এমএএম/টিএ