ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চার দশক পর জিম্বাবুয়েতে নির্বাচন সোমবার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
চার দশক পর জিম্বাবুয়েতে নির্বাচন সোমবার চার দশক পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জিম্বাবুয়ের নির্বাচন। ছবি: সংগৃহীত

ঢাকা:  গত নভেম্বরে রবার্ট মুগাবে সরকারের পতনের পর জিম্বাবুয়ের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সোমবার (৩০ জুলাই)। নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। শেষ সময়ের প্রস্তুতিতে উন্নত জিম্বাবুয়ে গঠনের প্রতিশ্রুতিও দিয়েছেন প্রার্থীরা।

নির্বাচনে প্রেসিডেন্ট পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও লড়াই হবে বর্তমান প্রেসিডেন্ট ও জানু-পিএফ পার্টির প্রধান এমারসন নানগাগবা এবং এমডি অ্যালায়েন্সের চামিসার মধ্যে। তবে শেষ হাসিটা নানগাগবাই হাসবেন বলে ধারণা করা হচ্ছে।

 

দীর্ঘ ৩৭ বছর মুগাবের শাসনের পর বর্তমানে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন মুগাবে সরকারের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে থাকা নানগাগবা। গত মে মাসে ৩০ জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করেন তিনি।  

এদিকে প্রচারণায় অংশ নিয়ে প্রেসিডেন্ট পদপ্রার্থী নানগাগবা শেষদিনের নির্বাচনী প্রচারণায় ‘অবাধ’ ও ‘উন্নত’ জিম্বাবুয়ে গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী নেলসন চামিসা সমর্থকদের বলেন, ‘জয় নিশ্চিত হয়ে গেছে’।  

দেশটির এবারের নির্বাচনে ২৩ জন প্রার্থী প্রেসিডেন্ট পদে লড়ছেন। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার তারিখ নির্ধারণ রয়েছে ৪ আগস্ট। নির্বাচনে কোন প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে ৭ সেপ্টেম্বর ফের নির্বাচন অনুষ্ঠিত হবে।  

বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট নির্বাচনে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও লড়াই হবে মূলত বর্তমান প্রেসিডেন্ট ও জানু-পিএফ পার্টির নানগাগবা এবং এমডি অ্যালায়েন্সের চামিসার মধ্যে।

সম্প্রতি দেশটির ২ হাজার ৪০০ জন নাগরিকের ওপর পরিচালিত এক জরিপে দেখা যায়, ৪০ শতাংশ ভোটার নানগাগবার পক্ষে মতামত দেন, ৩৭ শতাংশের মতামত চামিসার পক্ষে। আর ২০ শতাংশ তাদের সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেননি।

দেশটিতে ৩৭ বছর ধরে ক্ষমতায় ছিলেন ৯৪ বছর বয়সী রবার্ট মুগাবে। এরপর সামরিক বাহিনীর হস্তক্ষেপে ২০১৭ সালের নভেম্বর পদত্যাগ করতে বাধ্য হন মুগাবে। তার পদত্যাগের পর দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব বর্তায় ৭৫ বছর বয়সী ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগবার উপর।  

এদিকে নির্বাচনী প্রচারণায় নানগাগবা বলেন, আমরা এক নতুন যুগে রয়েছি। আধুনিক জিম্বাবুয়ে গড়তে আমরা বদ্ধপরিকর। তিনি আরও বলেন, আমরা শান্তি, ঐক্য ও ভালোবাসা দিয়ে আমাদের নতুন জিম্বাবুয়ে গড়বো। আমরা চাই আমাদের জনগণের মধ্যে শান্তি, ঐক্য ও ভালোবাসা থাকুক।  

বর্তমান প্রেসিডেন্টের প্রধান প্রতিদ্বন্দ্বী এমডি অ্যালায়েন্সের নেলসন চামিসা। ৪০ বছর বয়সী এ তরুণ দেশটিতে এরইমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। নির্বাচনী প্রচারণায় চামিসা বলেন, জনগণ পরিবর্তনের জন্য ভোট দেবে, নতুনত্বের জন্য ভোট দেবে, জনগণ ভোট দেবে তারুণ্যের জন্য। তিনি আরো বলেন, আমাদের জয় হবেই। এটা নিশ্চিত। ফের ভোট হওয়ার সুযোগ নেই।

এক কোটি ৩০ লাখ জনসংখ্যার দেশ জিম্বাবুয়ের নির্বাচনে ৫০ লাখ ভোটার ভোটাধিকার প্রয়োগের দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। নিবন্ধিতদের মধ্যে ৬০ শতাংশ ভোটারের বয়স ৪০ এর নিচে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
এএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।