ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দলের প্রার্থীকে নয়, প্রতিপক্ষকে সমর্থন মুগাবের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
দলের প্রার্থীকে নয়, প্রতিপক্ষকে সমর্থন মুগাবের জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। ছবি: সংগৃহীত

ঢাকা: জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে অবশেষে দেশটির নির্বাচন নিয়ে মুখ খুললেন। আর মুখ খুলেই দলের প্রার্থীর উপর ‘বিদ্বেষ’ ঝাড়লেন। যাতে স্পষ্ট বুঝিয়ে দিলেন নিজ দল জানু-পিএফ’র প্রার্থীকে তিনি সমর্থন করছেন না।

সোমবার (৩০ জুলাই) জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঠিক আগ মুহূর্তে রাজধানী হারারেতে রোববার (২৯ জুলাই) হঠাৎই সংবাদ সম্মেলন করেন গত নভেম্বরে সেনা অভ্যুত্থানে ক্ষমতা হারানো মুগাবে।

সংবাদ সম্মেলনে মুগাবে বলেন, আমি এমন কাউকে ভোট দেবো না, যে আমাকে যন্ত্রণা দিয়েছে।

 

মুগাবে তার দল জানু-পিএফ পার্টির উত্তরসূরী এমারসন নানগাগবাকে সমর্থন না করার কথা জানিয়ে বলেন, নিজের ভোট দেওয়ার জন্য আমি অন্য ২২ প্রার্থীর যে কাউকে বেছে নেবে।

এ সময় তিনি প্রতিদ্বন্দ্বী মুভমেন্ট ডেমোক্র্যাটিক চেঞ্জ’র (এমডিসি) নেলসন চামসির সাফল্য কামনা করে বলেন, নির্বাচনী প্রচারণায় সে ভালো করেছে, যদি সে নির্বাচিত হয় তবে আমি তার সাফল্য কামনা করি।

নির্বাচনে প্রেসিডেন্ট পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও লড়াই হবে বর্তমান প্রেসিডেন্ট ও জানু-পিএফ পার্টির প্রধান এমারসন নানগাগবা এবং এমডি অ্যালায়েন্সের চামিসার মধ্যে। তবে শেষ হাসিটা নানগাগবাই হাসবেন বলে ধারণা করা হচ্ছে।

এক কোটি ৩০ লাখ জনসংখ্যার দেশ জিম্বাবুয়ের নির্বাচনে ৫০ লাখ ভোটার ভোটাধিকার প্রয়োগের জন্য নিবন্ধন করেছেন। নিবন্ধিতদের মধ্যে ৬০ শতাংশ ভোটারের বয়স ৪০ এর নিচে।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
এএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।