প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রেসটি দেখতে ৫ হাজারের ওপরে দর্শক হাজির হয়েছিল। দূর থেকে রেস দেখতে না পাওয়ায় টিনশেডের ছাদে প্রায় একশ’র ওপরে দর্শক উঠে পড়ে।
শ্রী গঙ্গানগর পুলিশের সুপারিনটেনডেন্ট জোগেশ যাদব জানান, দুর্ঘটনায় প্রাণহানি হয়নি। স্থানীয়রা আহত ১৭ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শ্রী গঙ্গানগর সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, এই রেসের আয়োজকরা স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমতি নেয়নি। দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসনকেও নিয়েও উঠেছে নানা প্রশ্ন।
বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
আরআর