বুধবার (১ আগস্ট) তুরস্কের বিচারমন্ত্রী আবদুল হামিত গুল ও স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সইলুর ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন সরকার।
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার যাজক অ্যান্ড্রু ব্রুনসন রাজনৈতিক দলে জড়িত এমন অভিযোগে প্রায় দুই বছর ধরে তুরস্কের জেলে আটক রয়েছেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যানডারস ব্রুনসনের আটক সম্পর্কে সংবাদমাধ্যমকে বলেন, আমরা মনে করি তিনি অসত্য ও বিচারহীন আটক প্রক্রিয়ার ভুক্তভোগী।
এদিকে তুর্কি সরকার বলেছে, ব্রুনসনের মুক্তির জন্য যুক্তরাষ্ট্রের দাবি মেনে নেওয়ার মতো না।
বুধবার (১ আগস্ট) এক বিবৃতিতে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে তাদের ভুল সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান করছি।
তিনি আরও বলেন, খুব শিগগির এ আগ্রাসী দৃষ্টিভঙ্গির জবাব দেওয়া হবে।
তবে হোয়াইট হাউস মুখপাত্র স্যানডারস বলেছেন, যাজক ব্রুনসন কোনো ভুল কাজ করেছেন, এমন প্রমাণ আমরা পাইনি।
তুরস্কের এ দুই মন্ত্রী ব্রুনসনকে আটকের ব্যাপারে মুখ্য ভূমিকা পালন করেছেন।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সম্পত্তি বিষয়ক সম্পর্ক কিংবা কোনো মার্কিন ব্যক্তির সঙ্গে লেনদেনের সম্পর্ক এই দুই ব্যক্তির ক্ষেত্রে নিষিদ্ধ করা হলো।
স্যানডারস বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের সঙ্গে এ বিষয় নিয়ে অনেকবার আলোচনা করেছেন।
মার্কিন কোষাগার বিষয়ক বিভাগ এক বিবৃতিতে জানায়, তুরস্কের মন্ত্রী আবদুল হামিত গুল ও সুলেইমান সইলুর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কেননা তারা তুরস্কের মানবাধিকার লঙ্ঘনে ভূমিকা রেখেছেন।
গত সপ্তাহে ট্রাম্প ব্রুনসনের মুক্তি না দিলে তুরস্কের ওপর ‘বড় ধরনের নিষেধাজ্ঞা’ আরোপ করা হবে বলে হুমকি দেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের যাজক অ্যান্ড্রু ব্রুনসন দুই দশকের বেশি সময় ধরে তুরস্কে বসবাস করছেন। ২১ মাস তুরস্কের জেলে আটক থাকার পর সম্প্রতি তাকে গৃহবন্দি করা হয়েছে।
২০১৬ সালে তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে ব্রুনসনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সঙ্গে কাজ করার অভিযোগ রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ওই যাজকের ৩৫ বছর কারাদণ্ড হতে পারে।
বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৮
এএইচ/আরআর