বুধবার (১ আগস্ট) বেলজিয়ামের গণমাধ্যমকর্মীরা এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানায়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, বেলজিয়ামে পরবর্তী ইইউ সম্মেলনের জন্য দেশটির প্রত্যেক সংবাদকর্মীকে ৫০ ইউরো করে পরিশোধ করতে হবে।
বেলজিয়ামের জাতীয় নিরাপত্তা কর্তৃপক্ষের এক মুখপাত্র বলেন, গণমাধ্যমকর্মীদের এ প্রতিষ্ঠানে আবেদন জমা দিতে হবে, এরপর তারা বিবেচনা করে দেখবেন।
তিনি বলেন, নতুন এ পদক্ষেপের ব্যাপারে মুল্যায়ন করা হবে এবং প্রয়োজন হলে ভবিষ্যতে নিয়মিত করা হবে।
গত মঙ্গলবার (৩১ জুলাই) বেলজিয়াম কর্তৃপক্ষ জানায়, অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া পরবর্তী ইইউ সম্মেলনে সংবাদ কর্মীদের অর্থ পরিশোধ করতে হবে। এ অর্থ নেওয়া হবে নিরাপত্তা ক্ষেত্রে স্ক্রিনিং-এর জন্য।
বেলজিয়ামের সাংবাদিক সংগঠন বলছে, এতে প্রায় এক হাজারের মতো সাংবাদিক ক্ষতিগ্রস্ত হবে। এটা গণমাধ্যমের স্বাধীনতা হরণের সিদ্ধান্ত।
কর্তৃপক্ষ বলছে, যারা ফ্রিল্যান্সিং সংবাদকর্মী তাদেরও অর্থ পরিশোধ করতে হবে। তবে যারা অন্য দেশ থেকে আসবে তাদের নিরাপত্তা স্ক্রিনিং-এর ক্ষেত্রে অর্থ পরিশোধ করতে হবে না। তাদের ব্যাপারে অন্য রাষ্ট্রগুলো ভাববে।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৮
এএইচ/আরআর