শনিবার (৪ আগস্ট) তুর্কি প্রেসিডেন্ট বলেন, ওয়াশিংটনের নিষেধাজ্ঞা আরোপের প্রতিশোধ হিসেবে মার্কিন কর্মকর্তার ওপর তুরস্কের নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
তবে এ বিষয়ে মার্কিন প্রশাসনের নির্দিষ্ট কোনো কর্মকর্তা কথা সুস্পষ্ট করে বলেননি তিনি।
গত বুধবার (১ আগস্ট) তুরস্কের বিচার বিষয়ক মন্ত্রী আবদুল হামিত গুল ও স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সইলুর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। মার্কিন ধর্মযাজক অ্যান্ড্রু ব্রানসনকে তুরস্কে আটকের পর বিচারের মুখোমুখি করায় এ পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র।
তুরস্ক সরকারের অভিযোগ, এ যাজক ২০১৬ সালে তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে জড়িতে ছিলেন। অতঃপর মার্কিন নিষেধাজ্ঞাকে ‘অগ্রহণযোগ্য’ বলেও আখ্যা দেয় আনকারা।
টেলিভিশনে সম্প্রচারিত বার্তায় এরদোগান বলেন, যদি তুরস্কে মার্কিন বিচার ও স্বরাষ্ট্রমন্ত্রীদের সম্পদ থাকে তবে ওই সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশনা দিয়েছি।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৮
এএইচ/এনএইচটি