ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্স-জার্মান নাগরিককে ইরাকি আদালতের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৮
ফ্রান্স-জার্মান নাগরিককে ইরাকি আদালতের যাবজ্জীবন ছবি: প্রতীকী

ঢাকা: ফ্রান্সের এক পুরুষ নাগরিক ও জার্মানির এক নারী নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ইরাকের একটি আদালত।

সোমবার (০৬ আগস্ট) এ দু’দেশের নাগরিকের আইএস সম্পৃক্ততার কারণে এ দণ্ড দেওয়া হয়। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল আবেদনের সুযোগ পাবেন নাগরিকরা।

দণ্ডপ্রাপ্ত নাগরিকরা হলেন- ফ্রান্সের লাহসিন আম্মার গুয়েবোউদজ (৫৫) ও জার্মানির নাদিয়া রেইনার হারম্যান (২২)। তাদের বিরুদ্ধে আইএস সম্পৃক্ততার অভিযোগ উঠে।

এর আগে জার্মান নাগরিক হারম্যানকে ইরাকে অবৈধভাবে প্রবেশের দায়ে এক বছরের জেল দেন দেশটির আদালত।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৮
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।