তানজিলা মনে করেন, গত মাসের নির্বাচনের পর এ মনোনয়ন মাকরান ও সিন্ধুর উপকূল অঞ্চলে বসবাসরত আফ্রিকান বংশোদ্ভূত সিদি সম্প্রদায়ের লোকেদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।
সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে তানজিলা বলেন, স্থানীয় জনসংখ্যার মাঝে একটি ক্ষুদ্র জনগোষ্ঠী হিসেবে প্রায় হারিয়ে যেতে বসেছে সিদিরা।
মনে করা হয়, সিদিদের পূর্ব আফ্রিকা থেকে দাস হিসেবে ভারতবর্ষে নিয়ে আসে পর্তুগিজরা। ঐতিহাসিকরা বলেন, এদের পূর্বপুরুষরা ছিলেন সৈন্য, ব্যবসায়ী, মুক্তা অনুসন্ধানী এবং মুসলিম তীর্থযাত্রী। মোঘল শাসনামলে বেশ সম্মানজনক অবস্থানে ছিল সিদিরা। তবে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন শুরু হওয়ার পর থেকে এরা বৈষম্যের শিকার হতে থাকে।
পাকিস্তানে আনুমানিক ১০ হাজার সিদি বসবাস করে। স্থানীয়দের সঙ্গে খুব সহজেই মিলেমিশে বসবাস করলেও পূর্বপুরুষদের বেশ কিছু ঐতিহ্য ধরে রেখেছে এ জনগোষ্ঠী।
বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৮
এনএইচটি