কাতারের জাতীয় মানবাধিকার কমিটির একজন কর্মকর্তার বরাত দিয়ে শনিবার (১৮ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
খবরে বলা হয়, এবার কোটার মাধ্যমে ১২০০ জনের মতো কাতারি হজ পালনের জন্য যোগ্যতা লাভ করেছেন।
কাতারের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশরের কূটনৈতিক ও বাণিজ্য অবরোধের অংশ হিসেবেই এই অবস্থা তৈরি করা হয়েছে।
আল-কাবি বলেন, কাতার থেকে হজের অনুমতির জন্য ট্রাভেলে এজেন্সিদের ব্যবহার করা ইলেকট্রনিক প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে সৌদি আরব। ফলে এ বছর কাতারের নাগরিক ও বসবাসকারীদের হজ পালনের কোনো সুযোগ মিলছে না।
তিনি সুস্পষ্ট অভিযোগ করে বলেন, কাতারে হজ নিবন্ধন এখনও বন্ধ রয়েছে। আবার কূটনৈতিক মিশন না থাকায় কাতারে বসবাসকারীদের ভিসা আবেদনও অনুমোদন হচ্ছে না।
তবে সৌদি আরবের এক কর্মকর্তা বলেছেন, হজের সঙ্গে সম্পৃক্ত বেশ কয়েকটি নিবন্ধন প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে কাতার।
সৌদির হজ মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা জানান, হজের জন্য কয়েকটি কাতারি দল সৌদিতে আসার কথা।
গত বছর ১ হাজার ৬২৪ জন কাতারি পবিত্র হজ পালন করেন। এ বছর ২০ আগস্ট পবিত্র হজ পালন হবে, ২১ আগস্ট উদযাপন হবে পবিত্র ঈদুল আজহা।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
এএইচ/এইচএ/