রোববার (১৯ আগস্ট) রাত ৮টা ৫৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূ-পৃষ্ঠ থেকে ভূমিকম্পের গভীরতা ছিলো মাত্র ১ কিলোমিটার।
এর আগে রোববার সকালে দ্বীপটিতে ৬ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিলো ৭ দশমিক ৯ কিলোমিটার।
গত ২৯ জুলাই ও ৫ আগস্ট ভূমিকম্প অনুভূত হয় লমবোকে। পর্যটনের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা এ দ্বীপে গত ৫ আগস্ট ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ৪শ’ ছাড়িয়েছিল। আহত হয়েছিলেন হাজারও মানুষ। আর বাস্তুচ্যুত হয়েছিলেন ১ লাখ ৬৫ হাজারেরও বেশি বাসিন্দা। সে ভূমিকম্পে দ্বীপের প্রায় ৮০ শতাংশ ভবনই ক্ষতিগ্রস্ত হয়। কিছু কিছু ভবন একেবারে ধসেই যায়। পাশাপাশি ভৌগলিকভাবে ১০ ইঞ্চি বেড়ে যায় দ্বীপটি।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮/আপডেট: ২১৩৫ ঘণ্টা
জেডএস