ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী স্কট মরিসন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৮
অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী স্কট মরিসন অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়া স্কট মরিসন/ সংগৃহীত

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন স্কট মরিসন। দলের সিনিয়র নেতাদের সমর্থন হারিয়ে পদত্যাগের চাপে পড়া ম্যালকম টার্নবুলকে হটিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া মরিসন টার্নবুলের বিশ্বস্ত সহকর্মী কোষাধ্যক্ষ ছিলেন।

অভ্যন্তরীণ এক ভোটে সদ্য অভিবাসন ও স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে সরে যাওয়া পিটার ডাটনকে ৪৫-৪০ ভোটে হারিয়ে মরিসন অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বিষয়টি নিশ্চিত করেছেন লিবারেল পার্টির হুইপ নোলা মারিনো।

সম্প্রতি কয়েকটি উপ-নির্বাচনে হেরে যায় টার্নবুলের লিবারেল পার্টি। এছাড়া জনমত জরিপে দেখা যায় টার্নবুলের প্রতি আস্থা হারিয়েছেন মানুষ। এতে দলের শীর্ষ নেতাদের চাপের মুখে পড়েন তিনি।

যদিও ‘নেতৃত্বের’ এই প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেননি টার্নবুল।

নির্বাচনের ফলাফলের পর মরিসনকে অভিনন্দন জানিয়ে ডাটন বলেন, এখন আমার দায়িত্ব হলো তাকে (মরিসন) পূর্ণ সহযোগিতা করা। তবে টার্নবুল ও আরেক প্রতিদ্বন্দ্বী বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী বিশপ প্রাথমিক কোনো মন্তব্য করেননি।

গত এক দশক ধরে রাজনৈতিক নেতৃত্বের সংকটে ‘ভুগছে’ অস্ট্রেলিয়া। সম্প্রতি সময়ে দেশটির কোনো প্রধানমন্ত্রী সফলভাবে পূর্ণ তিন বছর মেয়াদ শেষ করতে পারেননি।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৮
জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।