গত ২৯ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত আঘাত হানা কয়েকটি শক্তিশালী ভূমিকম্পে বাস্তুচ্যূত হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন চার লক্ষাধিক মানুষ। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে ৮০ হাজারের বেশি ঘরবাড়ি।
ইন্দোনেশিয়ার পশ্চিম নুসা তেংগারা প্রদেশের জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান অং প্রামুজা একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য যেসব সহায়তা আসছে তা দ্রুতই পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়া ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পুনর্নিমাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
‘প্যাসিফিক রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় বারবারই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। যাতে প্রাণ হারান বহু মানুষ।
বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৮
জেডএস