পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, ১১ থেকে ১৩ আগস্টের মধ্যে একদল অজ্ঞাত পরিচয় হ্যাকার ব্যাংকের এটিএম সুইচ সার্ভারে প্রবেশ করে বিভিন্ন তথ্য হাতিয়ে নেয়। তারা আন্তব্যাংক সুইফট সিস্টেমও আক্রমণ করে এবং সবমিলিয়ে ৯৪ কোটি রুপি পাচার করতে সক্ষম হয়।
পুনে পুলিশের সাইবার ও অর্থ অপরাধ শাখার ডেপুটি পুলিশ কমিশনার জয়তিপ্রিয়া সিং বলেন, হ্যাকাররা ২৮টি দেশের ব্যাংক শাখায় স্বশরীরে গিয়ে ক্লোন কার্ডের মাধ্যমে টাকাগুলো উত্তোলন করে। অপরাধীদের সনাক্ত করতে এসব দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৮
এনএইচটি