ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আরেক মেয়াদে মুখ্যমন্ত্রী হতে প্রস্তুত সিদ্ধারামাই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৮
আরেক মেয়াদে মুখ্যমন্ত্রী হতে প্রস্তুত সিদ্ধারামাই

ঢাকা: জনগণের ভালোবাসা থাকলে আরেক মেয়াদে কর্নাটকের মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন গত বিধানসভা নির্বাচনে হেরে যাওয়া সিদ্ধারামাই। 

তিনি বলেছেন, জনগণের ভালোবাসা থাকলে আরেক মেয়াদে মুখ্যমন্ত্রী হতে প্রস্তুত রয়েছি। যদিও এ নিয়ে নিজের মধ্যে প্রচণ্ড অনিচ্ছা রয়েছে।

 

শনিবার (২৫ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এমনটাই জানা গেছে।  

গত মে মাসে অনুষ্ঠেয় কর্নাটকের বিধানসভা নির্বাচনে হেরে যান ভারতীয় কংগ্রেস নেতা সিদ্ধারামাই। কংগ্রেসের হয়ে নির্বাচনে অংশ নিয়ে তার আগের দল ‘জনতা পার্টি’র প্রার্থীর কাছে ধরাশয়ী হন এই রাজনীতিক।  

পরে রাজ্যের ২৩তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন নির্বাচনে জয়ী জোটের প্রধান ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেব গৌড়ার ছেলে এইচডি কুমারস্বামী।  

শুক্রবার (২৪ আগস্ট) রাজ্যের হাসান জেলার একটি মন্দিরে পূর্জা-অর্চণার পর সিদ্ধারামাই বলেন, রাজনীতি হচ্ছে অনেকটা বহনমান নদীর পানির মতো, আবদ্ধ কিছু নয়। এর পরিবর্তনও ঘটতে পারে। আমার বিশ্বাস আমি আবারও ফিরবো। আমি এমন কেউ নই যে কোনো বিপত্তিতে পেছনে পড়ে যাবো।

এর আগে নির্বাচনের সময় তিনি বলেছিলেন, এটাই তার শেষ নির্বাচন। এরপর রাজনীতিতে থাকলেও নির্বাচনে অংশ নেবেন না। তার পরিকল্পনা ছিলো, রাজনীতিতে ‘অ্যাক্টিভ’ থেকে নতুনদের দিক-নির্দেশনা দেওয়া।  

কিন্তু এর মাস-দুয়েক পরই আবারও মুখ্যমন্ত্রী হওয়ার আগ্রহের কথা জানালেন তিনি।

সিদ্ধারামাই বলেন, রাজনীতিতে একটি ভয়াবহ ট্রেন্ড বিরাজ করছে। এখানে জাত ও বর্ণের পাশাপাশি রয়েছে অর্থের রাজত্ব।  

তবে তিনিও এর বাইরে নন জানিয়ে সাবেক এই মুখ্যমন্ত্রী বলেন, ভবিষ্যতে মুখ্যমন্ত্রীর দায়িত্বে পেলে আমি এসব নিয়ে নতুন কিছু করতে চাই।  

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।