ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বৈশ্বিক বরফ গলনের তথ্য জানাবে নাসার স্যাটেলাইট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
বৈশ্বিক বরফ গলনের তথ্য জানাবে নাসার স্যাটেলাইট বরফ গলনের তথ্য জানতে মহাকাশে নতুন স্যাটেলাইট পাঠাবে নাসা

ঢাকা: বিশ্বের বিভিন্ন মেরুর বরফ গলনের তথ্য জানতে মহাকাশে নতুন স্যাটেলাইট পাঠাবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নতুন স্যাটেলাইটটি সর্বাধুনিক লেসার প্রযুক্তির। গবেষকরা আশা করছেন, স্যাটেলাইটটির মাধ্যমে বৈশ্বিক বরফ গলনের অভূতপূর্ব তথ্য পাওয়া যাবে।

নাসার ক্লাউড অ্যান্ড ল্যান্ড অ্যালিভেশন স্যাটেলাইট-২ (আইসিইস্যাট-২) বরফ আবৃত গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকার গড় বার্ষিক বরফ উচ্চতা পরিবর্তন নিরুপণ করবে। প্রতি সেকেণ্ডে স্যাটেলাইটটি ৬০ হাজার পরিমাপ ধারণ করবে।

নাসার আর্থ সায়েন্স ডিভিশনের ডিরেক্টর মাইকেল ফ্রেইলিক বলেন, আইসিইস্যাট-২ এর নতুন পর্যবেক্ষণ প্রযুক্তি আমাদের জানাবে কিভাবে গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকার বরফ পৃষ্ঠ সমুদ্রের উচ্চতা বাড়ায়। এর মাধ্যমে আমাদের এ বিষয়ক জানার পরিধি আরও বাড়বে।

বিশ্বের মেরুর বরফ উচ্চতা পরিবর্তনে নাসার ১৫ বছরের পর্যবেক্ষণ রেকর্ডকে উন্নীত ও বর্ধিত করবে আইসিইস্যাট-২। ২০০৩ সালে প্রথম নাসার আইসিইস্যাট মিশন শুরু হয়।

বরফ উচ্চতা পরিবর্তন পরিমাপের জন্য আইসিইস্যাট-২ প্রযুক্তিগতভাবে আমাদের দক্ষতাকে আরও বাড়িয়ে দেবে। নাসার এ স্যাটেলাইটটিতে সময়ের সঙ্গে বরফ উচ্চতা পরিবর্তন পরিমাপের জন্য অ্যাডভান্সড টপোগ্রাফিক লেসার আলটিমিটার সিস্টেম (অ্যাটলাস) প্রযুক্তি ব্যবহার করা হবে।

আইসিইস্যাট-২ নির্মাণে ব্যয় হচ্ছে ১০০ কোটি মার্কিন ডলার। এর আকৃতি স্মার্টকারের সমান। নতুন স্যাটেলাইটটি আগের পাঠানো দু’টি স্যাটেলাইটের পরিমাপ অনুসরণ করবে।

ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ এয়ার ফোর্স বেস থেকে চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে স্যাটেলাইটটি পাঠানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।     

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮

এএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।