সোমবার (২৭ আগস্ট) এ চুক্তির বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ঘোষণা দেয় টয়োটা।
এ বিষয়ে প্রতিষ্ঠানটি বলছে, উবারের স্বয়ংক্রিয় গাড়ির উন্নয়নে অংশ নিতে প্রতিষ্ঠানটির সঙ্গে এক হয়ে কাজ করবে টয়োটা।
এদিকে, উবার তার স্বায়ত্তশাসিত প্রযুক্তি দিয়ে টয়োটার সিয়েন্না মিনিভ্যানগুলোকে পুনঃপ্রতিষ্ঠা করার পরিকল্পনা হাতে নিয়েছে। পরে সেগুলো ২০২১ সালে পরীক্ষামূলকভাবে চালু করা হবে বলে জানায় উবার।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে টয়োটা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে টয়োটার সংযুক্ত কোম্পানির সভাপতি শিগেকি তোমোয়ামা বলেছেন, উবার-টয়োটা চুক্তিটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। উবারে টয়োটার বিনিয়োগ দুই প্রতিষ্ঠানের গতিবিধি বাড়িয়ে দেবে। এছাড়া টয়োটার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অংশীদার। সেইসঙ্গে গাড়িগুলোও আরও আধুনিকায়ন হবে। পাশাপাশি বাণিজ্যও সামনের দিকে এগিয়ে যাবে বলে আশা করেন তিনি।
অপরদিকে, এ চুক্তি প্রসঙ্গে বিশেষজ্ঞরাও রাইড শিয়ারিংয়ে আরও নতুনত্ব ও আধুনিক কিছু পাবেন বলে আশা করছেন। তাদের মতে, দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতায় উবারের রাইড শেয়ারিং আরও স্বয়ংক্রিয় হবে।
বাংলাদেশ সময়; ১২৫৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
টিএ