মঙ্গলবার (২৮ আগস্ট) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে বিষয়টি তুলে ধরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইয়ং জাতিসংঘের বিবৃতি প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের ধর্মীয়, ঐতিহাসিক ও জাতিগত পটভূমি খুবই জটিল।
এর আগে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের গণহত্যা-নির্যাতন ও বিভিন্ন মানবাধিকার বহির্ভূত কাজের জন্য দেশটির ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের অবশ্যই তদন্তের আওতায় আনা হবে বলে জানায় জাতিসংঘ।
গতবছর সাত লাখেরও বেশি রোহিঙ্গা মিয়ানমার সেনাবাহিনীর চালানো সহিংসতার মুখে পালিয়ে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নেয়। রাখাইনে গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগের অভিযোগ আনে জাতিসংঘ যা শুরু থেকেই অস্বীকার করে চলে মিয়ানমার কর্তৃপক্ষ।
মিয়ানমারের সেনাবাহিনীর ওই অভিযানকে জাতিগত নিধন বলে বর্ণনা করেছে জাতিসংঘসহ পশ্চিমা রাষ্ট্রগুলো।
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এএইচ/এনএইচটি