বৃহস্পতিবার (৩০ আগস্ট) রাঁচি আদালতে আত্মসমর্পণ করে এ রাজনীতিবিদ। এর আগে তিনি চলতি বছরের মে মাসে জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে এসেছিলেন।
এ বিষয়ে লালুপ্রসাদ বলছেন, আমি আদালতের আদেশ মেনে চলছি। আমি অসুস্থ, তারপরও হাইকোর্টের রায়ে আমি বিশ্বাস করি।
১৯৯০ সালে লালুপ্রসাদ যখন অবিভক্ত বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি রাজ্যের দারিদ্র্য বিমোচন প্রকল্পের তহবিল থেকে অর্থ কেলেঙ্কারিতে জড়ান। এরপর ওই মামলায় দোষী সাব্যস্ত হলে গত বছরের ডিসেম্বরে তিনি কারাগারে যান। শেষে চিকিৎসার জন্য গত মে মাসে আদালতে তিন মাসের জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসেন ৭০ বছর বয়সী লালু। যার মেয়াদ শেষে ৩০ আগস্ট কারাগারে ফেরার কথাই ছিল তার।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
টিএ