আফগানিস্তানে ‘গুরুত্বপূর্ণ’ এ জঙ্গি নেতার মৃত্যুর খবর এর আগে বেশ কয়েকবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম হয়। তবে সে সময় সংগঠনটির পক্ষ থেকে কোনো বিবৃতি বা বক্তব্য পাওয়া যায়নি।
তবে কবে ও কোথায় তার মৃত্যু হয়েছে সে বিষয়ে বিবৃতিতে স্পষ্ট করে কোনো তথ্য দেওয়া হয়নি।
পাকিস্তানি উপজাতি এলাকাভিত্তিক আল-কায়েদা ও তালেবান সংশ্লিষ্ট হাক্কানি নেটওয়ার্ক সাম্প্রতিক বছরগুলোতে আফগান ও ন্যাটো বাহিনীর বিরুদ্ধে বহু হামলার ঘটনা ঘটিয়েছে।
এর আগে ২০১৫ সালে জালালউদ্দিন হাক্কানির মৃত্যুর খবর প্রকাশিত হয়। সে সময় বলা হয়, দীর্ঘদিন রোগে ভোগার পর অন্তত এক বছর আগেই জালালউদ্দিন মারা গেছেন।
ধারণা করা হয় ২০০১ সালে হাক্কানি নেটওয়ার্কের প্রধানের দায়িত্ব পান জালালউদ্দিন হাক্কানির ছেলে নাসিরউদ্দীন হাক্কানি। তবে ২০১৩ সালে মসজিদ থেকে বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তরা নাসিরউদ্দীন হাক্কানিকে গুলি করে হত্যা করে বলেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।
জালালউদ্দিন হাক্কানির প্রতিষ্ঠিত এ নেটওয়ার্ককে আফগানিস্তানে তালেবানের সবচেয়ে ভয়ঙ্কর শাখা হিসেবে বিবেচনা করা হয়।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
জেডএস