ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পুড়ে যাওয়া জাদুঘর পুনর্নির্মাণে অনুদান চেয়েছে ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
পুড়ে যাওয়া জাদুঘর পুনর্নির্মাণে অনুদান চেয়েছে ব্রাজিল আগুনে পুড়ে প্রকৃত রূপ হারিয়েছে ঐতিহ্যবাহী জাদুঘরটি

ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘অস্তিত্ব সংকটে’ পড়া ব্রাজিলের ২০০ বছরের পুরনো জাতীয় জাদুঘরটি পুনর্নির্মাণে সরকার অনুদান চেয়েছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট মাইকেল টিমার। আন্তর্জাতিক সাহায্য চাওয়ার পাশাপাশি জাতিসংঘ সাংস্কৃতিক সংস্থা, ইউনেস্কোর সঙ্গেও এ বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রেসিডেন্ট জানান, সবচেয়ে পুরনো বিজ্ঞানভিত্তিক জাদুঘরটিকে তার ঐতিহ্য ফিরিয়ে দিতে পুনর্নির্মাণের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাংকের কাছে অনুদান চাওয়া হয়েছে। দ্রুতই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

 

আর আন্তর্জাতিক সাহায্যের বিষয়ে জানিয়েছেন ব্রাজিলের শিক্ষামন্ত্রী রোসিলি সোয়ার্স। জাদুঘরটি পুনর্নির্মাণ ও এর মূল্যবান সংগ্রহ পুনস্থাপনে ৩.৬ মিলিয়ন ডলারের ফান্ড গঠনের প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে জাদুঘরটির অন্তত ৯০ শতাংশ পুড়েছে

এদিকে অগ্নিকাণ্ডের তদন্তের বিষয়ে গঠিত কমিটির প্রধান সাংস্কৃতিক মন্ত্রী সার্জিও লেইতাও স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বৈদ্যুতিক গোলযোগ অথবা জাদুঘরের ছাদে রাখা হট-এয়ার বেলুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

দুই কোটির বেশি নিদর্শনের সংগ্রহশালার জাদুঘরটি একসময় পর্তুগিজ রাজকীয় পরিবারের আবাসিক ভবন হিসেবে ব্যবহৃত হতো। গত বছর বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানটি ২০০ বছর পূর্তি উদযাপন করে।

জাদুঘরটির ওয়েবসাইটে বলা রয়েছে, পুরনো প্রতিষ্ঠানটিতে ব্রাজিল ছাড়াও মিশরীয় শিল্পকর্ম ও অন্য দেশের ইতিহাসের অনেক কিছুই সংরক্ষিত রয়েছে। প্রাকৃতিক ইতিহাস সংগ্রহের মধ্যে উল্লেখযোগ্য- ডায়নোসরের হাড় ও ১২ হাজার বছরের পুরনো নারীর কঙ্কাল। এছাড়াও দক্ষিণ আমেরিকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ফসিলও জাদুঘরটিতে সংরক্ষিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।