ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে বৈধ হলো সমকামিতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
ভারতে বৈধ হলো সমকামিতা সমকামিতার বৈধতা অনুমোদন করেছেন ভারতের সুপ্রিম কোর্ট

ঢাকা: সমকামিতার বৈধতা অনুমোদন করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) এ নিয়ে ঘোষিত রায়ে বলা হয়, সমকামিতা এখন আর ফৌজদারি অপরাধ নয়।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির এজলাস বেলা সাড়ে ১১টায় এই রায় ঘোষণা করেন।

উপনিবেশিক আইনের ৩৭৭ নম্বর ধারা বাতিল করে এ রায় দিলেন আদালত।

৩৭৭ নম্বর ধারা অনুযায়ী, একই লিঙ্গের মধ্যে যৌন সম্পর্ক ‘অস্বাভাবিক অপরাধ’। এর আগে ২০১৩ সালে ধারাটিকে বৈধ করে রায় দেওয়া হয়েছিল।  

রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে উল্লাসে মেতে ওঠেন সমকামী অধিকার কর্মীরা। তবে রায়টি নিয়ে ভারতে এখনও মিশ্র প্রতিক্রিয়া থেকে গেছে। অনেক রক্ষণশীল সম্প্রদায় রায়টি মেনে নেয়নি বলে জানা গেছে।

রায় নিয়ে প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেন, জাগতিক যৌন সম্পর্ককে অপরাধ হিসেবে গণ্য অযৌক্তিক। এটি বিধিবর্বিভূত ও অসাংবিধানিক।  

উপনিবেশিক আইনের ৩৭৭ ধারাটি ১৫৭ বছরের পুরনো। ১৮৬১ সালে ব্রিটিশ ইন্ডিয়া সরকার এই ধারার প্রবর্তন করেছিল। এ ধারা অনুযায়ী, একই লিঙ্গের মধ্যে যৌন সম্পর্ক স্থাপন ‘অস্বাভাবিক অপরাধ’। এ অনুযায়ী ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।  

সেই ধারাকে প্রথম চ্যালেঞ্জ জানায় এইডস ভেদভাও বিরোধী আন্দোলন (এবিভিএ) নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।