ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তেলেঙ্গানায় বাস খাদে পড়ে শিশুসহ নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
তেলেঙ্গানায় বাস খাদে পড়ে শিশুসহ নিহত ৪০

ভারতের তেলেঙ্গানা রাজ্যে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৬ শিশুসহ ৪০ জন নিহত হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রকাশিত খবরে বলা হয়, মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) তেলেঙ্গানার জাগতিয়াল জেলায় এ দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রীয় মালিকানাধীন পরিবহনের জাগতিয়ালগামী বাসটি ৭০ জন যাত্রী নিয়ে শনিভরপেত গ্রামের ঘাট রোডে নিয়ন্ত্রণ হারালে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।

একটি মন্দির ভ্রমণ শেষে তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল বাসটি।

জাগতিয়ালের ডিস্ট্রিক্ট কালেক্টর এ শরতের বরাত দিয়ে বলা হয়, দুর্ঘটনাটি স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ঘটে। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ২০ জনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, ব্রেক ফেইলের কারণে এ দুর্ঘটা ঘটতে পারে।

এদিকে তেলেঙ্গানার ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি করে অর্থ সাহায্যের ঘোষণা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।