শনিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের খাবারের সময় নিউকম্ব হলো বিচে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, প্রথমে হাঙ্গরের আক্রমণে যুবক আহত হন, এরপর প্রাণ হারান।
ওয়েলফ্লিটের পুলিশ বলছে, যুবকটিকে পানি থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এরপর আহত অবস্থায় হাসপাতালেই মৃত্যু হয় তার।
বলা হচ্ছে, ১৯৩৬ সালের পর এ অঙ্গরাজ্যে হাঙ্গরের আক্রমণে এটিই প্রথম ভয়াবহ ঘটনা।
নিহত যুবকের নাম পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তার পরিবারকে এ বিষয়ে জানানো হয়েছে।
দেশটির কর্মকর্তারা বলছেন, ম্যাসাচুসেটসের বিচটি ২৪ ঘণ্টার জন্যে সাঁতারুদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এক প্রত্যক্ষদর্শী এ ঘটনাকে দুঃস্বপ্ন আখ্যা দিয়ে বলেন, মনে হলো একটা দৈত্য পানি থেকে বের হয়ে এলো। সেটার আকার প্রায় ১৫ ফুট চওড়া হবে। আমি সেটার লেজ দেখেছি। লেজ দিয়ে হাঙ্গরটি যুবককে প্রহার করছিল। সেসময় যুবকটির অঙ্গভঙ্গি দেখে ভালো কিছু মনে হয়নি।
এর আগে চলতি বছরের আগস্টে ৬১ বছর বয়সী এক ব্যক্তি ঘটনাস্থল থেকে ছয় মাইল দূরে হাঙ্গরের আক্রমণে আহত হন। তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
এএইচ/আরআর