সোমবার (১৭ সেপ্টেম্বর) আইএমএফ আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
আইএমএফ বলছে, ব্রেক্সিট চুক্তি না হলে জার্মানি ও ফ্রান্সকে পেছনে ফেলে ২০১৮ ও ২০১৯ সালে যুক্তরাজ্যের অর্থনীতি এক দশমিক পাঁচ শতাংশে উন্নীত হবে।
সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিনা লাগার্দে বলেন, কোনো চুক্তি ছাড়াই ইইউ ত্যাগ করলে অর্থনীতি সঙ্কুচিত হবে দেশটির।
ব্রিটেনের অর্থনীতি নিয়ে বার্ষিক প্রতিবেদন উপস্থাপনে তিনি বলেন, ইইউ ত্যাগ যতো ঐক্যনাশক হবে ততোই এর খারাপ ফলাফলও আসবে।
তিনি আরও বলেন, যদি আরও স্পষ্ট করে বলি তাহলে এখনকার বাজারের সঙ্গে তুলনা করে দেখুন। ব্রেক্সিটের কারণে অর্থনীতিতেই সবথেকে বেশি প্রভাব পড়েছে। অন্যদিকে ইইউ এর ক্ষেত্রে এর ব্যাপ্তি খুবই ছোট।
নতুন সম্পর্কের ক্ষেত্রে বাণিজ্যে যতো প্রতিবন্ধকতা থাকবে সেটি ততো বেশি ব্যয়বহুল হবে, যোগ করেন তিনি।
আগামী বছরের মার্চ মাসে ইইউ ত্যাগ করবে ব্রিটেন। তবে লন্ডন ও ব্রাসেলস চুক্তির জন্য জোর দিচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী টেরেজা মে চুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। চলতি সপ্তাহে ইইউ নেতাদের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এএইচ/আরআর