আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, ভূমিকম্পের আঘাতস্থল সুলাওয়েসি দ্বীপে মাউন্ট সপুতান জেগে ওঠায় তা থেকে লাভা নির্গত হওয়ার আশঙ্কায় লোকজনে নিরাপদে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি থেকে আকাশে প্রায় ২০ হাজার ফুট উপরে ধোঁয়া ছড়িয়ে পড়েছে।
তবে আগ্নেয়গিরিটি ৭ দশমিক ৫ মাত্রার ওই ভূমিকম্পের প্রভাবে জেগে উঠেছে কি-না, সে বিষয়ে নিশ্চিত করে কোনো তথ্য জানাতে পারেননি বিজ্ঞানীরা। তবে প্রাথমিকভাবে ভূমিকম্পকেই কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।
গত শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দেশটির সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্পের পর ভয়াবহ সুনামি আঘাত হানে। সুনামির ফলে সৃষ্ট ঢেউ প্রদেশের পালু শহরকে ভাসিয়ে নিয়ে যায়। এতে এখন পর্যন্ত প্রায় ১৪শ’ মানুষের প্রাণহানির খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এখনো নিখোঁজ বহু মানুষ।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
জেডএস