বুধবার (২৪ অক্টোবর) ইসরায়েল অ্যারোস্পেস ইন্ড্রাস্ট্রিজ (আইএআই) বিবৃতিতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানায়।
ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের সঙ্গে চুক্তিটি করেছে আইএআই।
ইসরায়েলের সব থেকে বড় প্রতিরক্ষা ফার্ম হলো আইএআই। বলা হচ্ছে, বিশ্বজুড়ে দেশটির বারাক-৮ ব্যবস্থা বিক্রি এখন ৬০০ কোটিতে এসে দাঁড়িয়েছে।
বারাক-৮ এর এলআরএসএএম এক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। যা ভারত ও ইসরায়েলের নৌ, বিমান ও স্থল বাহিনী ব্যবহার করে।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বিশ্বের শীর্ষ অস্ত্র সরবরাহকারী দেশগুলোর মধ্যে ইসরায়েল অন্যতম। এর প্রতিরক্ষা খাতের প্রায় ৬০ শতাংশ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রফতানি করা হয়।
তবে রাশিয়া এখনও ভারতে সর্বোচ্চ অস্ত্র সরবরাহকারী দেশ। সর্বশেষ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরে এস-৪০০ ক্ষেপণাস্ত্রের বিষয়ে চুক্তি করেন।
এদিকে, রুশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র যেসব দেশ কিনবে, সেসব দেশের ওপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে গতমাসেই ২০১৯ সালের যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন ও নয়া দিল্লি। এছাড়াও ভারতের দ্বিতীয় অস্ত্র সরবারহকারী দেশ হলো যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
এএইচ/টিএ