আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়েছে, মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ট্রাম্প।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এখন দেখছি, রিয়াদে বসে সবকিছু পরিচালনা করছেন যুবরাজ।
ট্রাম্পের এ সাক্ষাৎকার এমন সময় প্রকাশিত হলো- যখন তুরস্কের সরকারপন্থি পত্রিকা বলছে, খাশোগি হত্যার আলোচিত ভিডিও ও অডিও বাজিয়ে শোনা গেছে দেশটিতে সফররত মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক গিনা হাসপেল।
ধারণা করা হচ্ছে, সিআইএ প্রধানের মূল্যায়ন শোনার পরই ট্রাম্প সৌদি যুবরাজ সম্পর্কে ভিন্ন সুরে কথা বলতে শুরু করেছেন।
এদিকে, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডকে জঘন্য অপরাধ হিসেবে মন্তব্য করে ‘ন্যায়বিচারের আশ্বাস’ দিয়েছেন। রিয়াদে বিনিয়োগকারীদের এক শীর্ষ সম্মেলনে বক্তৃতাকালে এই আশ্বাস দেন তিনি।
গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ব্যক্তিগত কাগজপত্র আনার প্রয়োজনে গেলে নিখোঁজ হয়ে যান সাংবাদিক জামাল খাশোগি। এ ঘটনার পর থেকে তুরস্ক দাবি করে আসছিল- সৌদি কনস্যুলেটের ভেতরেই জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে।
প্রথম দিকে অস্বীকার করে নানা রকম কথা বললেও ঘটনার ১৭ দিন পর কনস্যুলেট ভবনের ভেতরে খাশোগি নিহত হওয়ার বিষয়টি স্বীকার করে সৌদি। দেশটির ক্রাউন প্রিন্স সালমানের নির্দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা-নির্বাসিত খাশোগি ছিলেন বাদশাহ-যুবরাজসহ সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
এপি/টিএ