কর্মকর্তারা বলছেন, ফ্লাইটটি জাকার্তা থেকে বঙ্গকা বেলুটুং দ্বীপপুঞ্জের প্রধান শহর পাংকল পিনংয়ের উদ্দেশে সোমবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে উড্ডয়ন করে। এর ১৩ মিনিট পর অর্থাৎ ৬টা ৩৩ মিনিট থেকেই প্লেনটি এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে।
এর আগে সংস্থাটির মুখপাত্র ইউসুফ লতিফ জানিয়েছেন, এটি নিশ্চিত যে, প্লেনটি বিধ্বস্ত হয়েছে।
লায়ন এয়ারের এক কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছে, ফ্লাইটটিতে ঠিক কি ঘটেছিল, তা এখনও জানা যায়নি। তবে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।
প্লেনটি নিখোঁজ হওয়ার পর থেকেই ইন্দোনেশিয়ান কর্তৃপক্ষ অনুসন্ধান শুরু করে এবং উদ্ধার অভিযানে নামে। নৌকা এবং হেলিকপ্টারসহ ১৩০ জন উদ্ধারকারী এর উদ্ধার তৎপরতায় কাজ করছেন। এদিকে, ইন্দোনেশীয় সংবাদমাধ্যম জাকার্তা পোস্ট বলছে, প্লেনটিতে দুই নবজাতক, এক শিশু, দুই পাইলট এবং ছয়জন কেবিন ক্রুসহ ১৮৯ জন আরোহী ছিলেন। প্রাথমিক জানা যায়নি এর আরোহীদের জাতীয়তা।
ওই প্লেনটির দুই পাইলটের ১১ হাজার ঘণ্টার চেয়েও বেশি উড্ডয়ন অভিজ্ঞতা রয়েছে বলে জানা গেছে।
২০১৪ সালের ডিসেম্বরে ওই জাভা প্রদেশের সমুদ্রে ১৬০ জন আরোহী নিয়ে এয়ার এশিয়ার কিউজেড-৫৮০১ ফ্লাইট বিধ্বস্ত হয়েছিল।
বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
আরআর/টিএ