শনিবার (২৩ মার্চ) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, শুক্রবার (২২ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হুনান প্রদেশের হানসু জেলার চাংদিতে এ ঘটনা ঘটেছে।
ঘটনায় ৩০ জন আহত হবার ব্যাপরটি নিশ্চিত করেছেন চাংদির স্থানীয় কর্তৃপক্ষ।
হুনান প্রদেশের এক মুখপাত্র জানিয়েছেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা খুবই গুরুতর।
ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, ৫৯ সিটের বাসটির ভেতরের অংশ পুড়ে কালো হয়ে গেছে। বাসটির ভেতরে থাকা কোনো উপকরণ থেকেই অগ্নিকাণ্ডের সূচনা বলে ধারণা করা হচ্ছে।
চীনে শিল্প ও পরিবহন নিরাপত্তা ব্যবস্থা বৃহত্তর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বৃপস্পতিবার (২১ মার্চ) দেশটির পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রায় ৬২ জন নিহত হয়েছেন।
এর আগেও দেশটিতে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
এসএ/এমএ