ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে জোড়া বোমা হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
আফগানিস্তানে জোড়া বোমা হামলায় নিহত ৪ হামলার পর ঘটনাস্থল। ছবি: সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশে ‘কৃষক দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জোড়া বোমা হামলায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। 

শনিবার (২৩ মার্চ) প্রদেশের রাজধানী লস্কর গাহ এর একটি স্টেডিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে এ হামলা হয়।

প্রাদেশিক সরকারের মুখপাত্র ওমর জিওয়াক বলেন, নিহতদের মধ্যে হেলমান্দ প্রদেশের অর্থনৈতিক পরিচালক মোহাম্মাদ খান নাসরাতও রয়েছেন।

আহতদের মধ্যে প্রাদেশিক কাউন্সিলের সদস্য এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারাও রয়েছেন।  

এ হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। প্রদেশটির বেশিরভাগ অংশই তালেবানদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা প্রায়ই সরকারি কর্মকর্তা এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে।  

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
এসএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।