ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অ্যানাকোন্ডার সড়ক পার হওয়া দেখে থমকে গেলেন পথচারী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
অ্যানাকোন্ডার সড়ক পার হওয়া দেখে থমকে গেলেন পথচারী সড়ক পার হচ্ছে ১০ ফুট লম্বা অ্যানাকোন্ডা

ব্যস্ত সড়কে নিজস্ব গতিতে ছুটছে গাড়ি, পথ চলছেন পথচারী। সবকিছুই স্বাভাবিক ছিলো। তার মধ্যে হঠাৎই থমকে দাঁড়ালেন সবাই। কিছু সময়ের জন্য নিজেদের গন্তব্য ভুলে সবার নজর একদিকে। ১০ ফুট লম্বা এক অ্যানাকোন্ডার সড়ক পার হওয়া দেখে সেদিকেই তাকিয়ে।

সম্প্রতি ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলীয় রোদোনিয়ার পোর্তো ভেলে সড়ক পার হচ্ছিলো ১০ ফুট লম্বা এক অ্যানাকোন্ডা। সাপটি সড়কের একপাশ থেকে আরেকপাশে যেতে ডিভাইডার পর্যন্ত টপকায়।

এ দৃশ্য দেখে সাপটিকে সড়ক পার হওয়ার জন্য ওই সময় থেমে যায় সব গাড়ি।  

আর এ সময় হাতে থাকা স্মার্টফোনের ক্যামেরায় কেউ ছবি তুলে, কেউবা সে দৃশ্যের ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেন। গত ২২ এপ্রিল ছড়িয়ে দেওয়া ভিডিওটি এরইমধ্যে ২০ লাখের বেশি ভিউ হয়েছে।
সড়ক পার হচ্ছে ১০ ফুট লম্বা অ্যানাকোন্ডাজঙ্গল থেকে সাপটির লোকালয়ে চলে আসার বিষয়ে ভ্লাভিও তেরাস্সিনি নামে এক জীববিজ্ঞানী বলেন, মূলত খাবারের সন্ধানেই সে পথ হারিয়েছে। সাপটির ওজন আনুমানিক ৬৬ পাউন্ড বলেও জানান তিনি।

অ্যামাজন রেইনফরেস্টের অ্যানাকোন্ডা লম্বায় ২৫ ফুটের বেশি হতে পারে, আর ওজন হতে পারে ৫০০ পাউন্ডের বেশি।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।