শুক্রবার (১০ মে) ভূমিকম্প দু’টি আঘাত হানে বলে ইউএসজিএস’র বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ইউএসজিএস জানায়, স্থানীয় সময় সকাল পৌনে ৯টায় ছয় দশমিক তিন মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্প আঘাত হানার পরপরই জরুরি সতর্কবার্তা প্রকাশ করে দেশটির আবহাওয়া সংস্থা। তবে এতে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে তারা।
ভূমিকম্পে মিয়াজাকি শহর ও এর আশপাশে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
চারটি টেকটোনিক প্লেটের (ভূতাত্বিক প্লেট) সংযোগস্থলে অবস্থান করায় জাপানে প্রতি বছরই কয়েক দফা ভূমিকম্প হয়ে থাকে।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মে ১০, ২০১৯
এসএ/