ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহতদের মধ্যে শীর্ষ জঙ্গিনেতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, মে ১৬, ২০১৯
কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহতদের মধ্যে শীর্ষ জঙ্গিনেতা কাশ্মীরে বন্দুকযুদ্ধে পাঁচজন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

ঢাকা: জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় বন্দুকযুদ্ধে নিহতদের মধ্যে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহম্মদের (জেইএম) এক শীর্ষনেতা রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় পুলিশ।

বৃহস্পতিবার (১৬ মে) সকালে পুলওয়ামার দালিপোরা গ্রামে নিরাপত্তাবাহিনীর যৌথ অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে পাঁচজন নিহত হন। এদের মধ্যে তিনজন জঙ্গি সংগঠন জেইএম সদস্য, এক সেনা ও একজন বেসামরিক ব্যক্তি রয়েছেন।

পুলিশ জানায়, নিহত জঙ্গিদের মধ্যে নাসির পন্ডিত ও উমর মীর নামে দু’জন স্থানীয় বাসিন্দা। আরেকজন হলেন পাকিস্তানি নাগরিক খালিদ ভাই। জেইএম-এর অন্যতম শীর্ষনেতা খালিদ ২০১৭ সালে লেথপোরা ক্যাম্পে হামলায় পাঁচ সিআরপিএফ সদস্য হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন।  

নিহত বেসামরিক নাগরিকের নাম রায়েস আহমেদ দার। যে বাড়িটিতে জঙ্গি সদস্যরা আস্তানা গেঁড়েছিল, তিনি ওই বাড়ির মালিকের ছেলে। বন্দুকযুদ্ধে তার ভাই মুহাম্মদ ইউনিসও গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলওয়ামার দালিপোরায় যৌথ অভিযান শুরু করে রাজ্য পুলিশ, রাষ্ট্রীয় রাইফেলস (আরআর), সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআর পিএফ), স্পেশাল অপারেশনস গ্রুপের (এসওজি) সদস্যরা। এসময় সন্ত্রাসীরা তাদের ওপর গুলি চালালে দু’পক্ষের মধ্যে ব্যাপক বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।  

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলওয়ামায় কারফিউ জারি রয়েছে। সেখানকার মোবাইল ইন্টারনেট সেবাও বন্ধ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ১৬, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।