গত সোমবার (৩ জুন) খার্তুমে বিক্ষোভকারীদের অবস্থান কর্মসূচিতে ওই হামলার পর বুধবার (৫ জুন) রাতে সিসিএসডি এ খবর জানায়। এর আগে হামলায় ৬০ জন নিহত হওয়ার খবর দিয়েছিল বিক্ষোভকারীরা।
গত ১১ এপ্রিল সুদানের দীর্ঘদিনের প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে ‘অভ্যুত্থানে’র মাধ্যমে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। তাদের গঠিত কথিত মিলিটারি ট্রানজিশনাল কাউন্সিল ‘গণতন্ত্র প্রতিষ্ঠায়’ প্রথমে তিন বছরের সময় দাবি করে। এতে তুমুল বিক্ষোভ শুরু হলেও টনক নড়ছিল না ট্রানজিশনাল কাউন্সিলের। ‘গণতন্ত্রকামীরা’ সামরিক বাহিনীর সদরদফতরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকলে গত ৩ জুন আধা সামরিক বাহিনী লেলিয়ে দেওয়া হয়।
এতে ব্যাপক রক্তপাত ও প্রাণহানি হলে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার (৪ জুন) ট্রানজিশনাল কাউন্সিলের প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান জানান, আগামী নয় মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
সেনা সদরদফতরের সামনে বিক্ষোভকারীদের অবস্থান কর্মসূচিতে আক্রমণের বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, যারা এতে জড়িত, তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে।
প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমকে জানান, হামলার শুরুতে পুলিশ ও আধা সামরিক বাহিনী আরএসএফ বিক্ষোভকারীদের লাঠিপেটা করতে থাকে। এরপর শুরু হয় গুলি। এই উত্তাল অবস্থায় দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। সংঘাতের পর ট্রানজিশনাল কাউন্সিল পরিস্থিতি উত্তরণের উপায় খুঁজলেও মঙ্গলবারও খার্তুমে নিজের বাড়িতে এক নারীকে নিরাপত্তা বাহিনী গুলি করে মারে।
এই রক্তপাত ও প্রাণহানির তুমুল নিন্দা হচ্ছে বিশ্বজুড়ে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতিয়েরেসও নিন্দা করেছেন নিরস্ত্র বিক্ষোভকারীদের হত্যার।
পরিস্থিতি আঁচ করতে পেরে গত বুধবার (৫ জুন) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে ট্রানজিশনাল কাউন্সিলের প্রধান জেনারেল আল-বুরহান দেশের নাগরিকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি দেশের ‘ভালো ভবিষ্যতের জন্য অতীতের সব ভুলে নতুন উদ্যমে’ এগিয়ে চলার আহ্বান জানান সুদানিজদের প্রতি।
১৯৮৯ সালে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল থাকাকালে ওমর আল-বশির ‘অভ্যুত্থান’ ঘটিয়ে তৎকালীন নির্বাচিত প্রধানমন্ত্রী সাদিক আল-মাহদীকে উৎখাত করেন। পরে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেন তিনি। কয়েকবছর ধরে তার বিরুদ্ধে ‘সামরিক অভ্যুত্থান’ চেষ্টা হলেও সেসব উতরে ৩০ বছর ধরে দারিদ্র্যপীড়িত দেশটির ক্ষমতায় আসীন থাকেন তিনি। তবে ১১ এপ্রিল গণবিক্ষোভ শুরু হলে সুযোগ নিয়ে অভ্যুত্থান ঘটায় সামরিক বাহিনী।
বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, জুন ০৬, ২০১৯
এইচএ/
** সুদানে বিক্ষোভকারীদের ওপর হামলা: নিহত ৬০