সম্প্রতি অবিশ্বাস্য এ ঘটনা ঘটেছে রাশিয়ার মুরমানস্ক প্রদেশে। সেখানকার উমবা নদীতে একটি ব্রিজের ৭৫ ফুট অংশ বেমালুম গায়েব হয়ে গেছে।
স্থানীয়দের অভিযোগ, ব্রিজটি চুরি হয়েছে। এ নিয়ে থানায় অভিযোগও করেছেন তারা।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বেশ কয়েক বছর আগে আইকুভেন ও লোভোরেজো গ্রামের সংযোগকারী ব্রিজটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর প্রায় ৫৬ টন (৫৬ হাজার কেজি) ওজনের মাঝখানের অংশটি গায়েব হয়ে যাওয়ার খবর প্রথম জানা যায় গত মে মাসে।
রুশ সোশ্যাল মিডিয়া সাইট ভিকের মাধ্যমে ব্রিজ গায়েব হওয়ার খবর ছড়িয়ে পড়লে তদন্ত শুরু করে কর্তৃপক্ষ।
গত ১৬ মে ভিকে’তে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ব্রিজের মাঝখানের অংশ ভেঙে নদীতে পড়ে আছে। কিন্তু, ২৬ মে প্রকাশিত ছবিতে ওই ভাঙা অংশ আর খুঁজে পাওয়া যায়নি।
ছবি প্রকাশকারীদের পক্ষ থেকে বলা হয়, পানিতে কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। কোনো প্রাকৃতিক বিপর্যয় এ কাণ্ড ঘটাতে পারবে না। অজ্ঞাত ব্যক্তিরাই ব্রিজের ভাঙা অংশ নিয়ে গেছে।
স্থানীয়দেরও দাবি, ব্রিজের ওই অংশটি চোরেই নিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুন ০৬, ২০১৯
একে