ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হামলাকারী ছিল দু’জন। হামলার পর পুলিশের অস্ত্রশস্ত্রও লুট করে তারা।
নিহতদের মধ্যে দু’জন সহকারী উপ-পরিদর্শক ও তিনজন কনস্টেবল বলে জানিয়েছে ঝাড়খণ্ড পুলিশ। ঘটনার পর পুলিশ সুপারসহ একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবার দাস হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, পুলিশ বাহিনীর এ ত্যাগ বৃথা যাবে না।
একইসঙ্গে তিনি মাওবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতীক্ষা করেন।
চলতি মাসের প্রথমে ঝাড়খণ্ডে মাওবাদী হামলায় একজন সৈনিক নিহত হন, আহত হন চারজন।
বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৯
এএ