আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দেওয়া আল্টিমেটাম বৃহস্পতিবার (২০ জুন) শেষ হওয়ায় শুক্রবার (২১ জুন) থেকে ফের আন্দোলনে নামেন তারা।
তবে, আন্দোলনকারীদের ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে পুলিশ বলেছে, আপনারা আন্দোলন তুলে নিন।
বিশ্লেষকরা মনে করছেন, এ বিলটি পাস হলে হংকংয়ে চীনের প্রভাব বৃদ্ধি পাবে।
চাপে পড়ে কর্তৃপক্ষ এ বিলের বিষয়ে সব কার্যক্রম স্থগিত রেখেছে। তবু, এতে সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। তাদের দাবি, বিলটি চূড়ান্তভাবে বাদ দিতে হবে।
সম্প্রতি অপরাধী প্রত্যর্পণ বিলটি বাতিলের দাবিতে হংকংয়ে লাখ লাখ মানুষ আন্দোলনে নামেন। সেসময় পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষে অন্তত ৭২ জন আহত হন। এদের মধ্যে শিশু থেকে বৃদ্ধ, বিভিন্ন বয়সী লোক আছেন।
১৯৯৭ সালে হংকংকে চীনের কাছে ‘এক দেশ, দুই নীতি’ শর্তের আওতায় হস্তান্তর করে যুক্তরাজ্য। এরপর থেকে এ পর্যন্ত প্রত্যর্পণ বিল নিয়ে আন্দোলনটাই সেখানকার সবচেয়ে বড় আন্দোলন বলে দাবি করেছেন এর সংগঠকরা।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুন ২১, ২০১৯
এইচএডি/একে