আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, এয়ার ট্রানস্যাটের ওই ফ্লাইটটি লন্ডন থেকে ভ্যাংকুভার যাচ্ছিল। যাত্রীরাও ঠিকঠাক উঠে বসেছিলেন প্লেনে।
এয়ার ট্রানস্যাটের এক মুখপাত্র এ ঘটনায় দুঃখপ্রকাশ করে বলেন, প্লেনে কীটনাশক স্প্রে করায় ভ্যাংকুভারগামী ফ্লাইটটির দেরি হয়েছে। এসময় যাত্রীদের হোটেলে নিয়ে বিশ্রাম ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। দেরির কারণে যাত্রীদের অসুবিধার জন্য আমরা সত্যিই অনুতপ্ত।
চলতি মাসেই প্রায় একই ধরনের আরেকটি ঘটনা ঘটেছে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। ভেনিস থেকে নিউ জার্সিগামী ফ্লাইটটিতে পিঁপড়া পাওয়া যাওয়ায়, সেটা এখনো বিমানবন্দরেই পড়ে আছে।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
একে