ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

স্বল্প দক্ষ শ্রমিকদের জন্য বন্ধ হচ্ছে ব্রিটেনের ভিসা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
স্বল্প দক্ষ শ্রমিকদের জন্য বন্ধ হচ্ছে ব্রিটেনের ভিসা ব্রিটেনের বিমানবন্দরে যাত্রীদের সারি

ব্রেক্সিট কার্যকরের পরপরই ব্রিটেনে বন্ধ করে দেওয়া হচ্ছে স্বল্পদক্ষ শ্রমিকদের ভিসা। কাঙ্ক্ষিত যোগ্যতার অধিকারী হলেই এখন থেকে ব্রিটেনে এসে কাজ করতে ইচ্ছুক যেকোনো শ্রমিক দেশটিতে কাজের ভিসা পাবেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বলেন, এর মাধ্যমে যুক্তরাজ্যে মেধাবী ও উত্তম যোগ্যতার লোকেরা আসার সুযোগ পাবেন।

তিনি বলেন, ব্রেক্সিট কার্যকরের পরিপ্রেক্ষিতে ৩১ ডিসেম্বর ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর নাগরিকদের ভিসাহীন যাতায়াত বন্ধ হয়ে যাওয়ার পর ইইউ ও ইইউ’র বাইরের সব শ্রমিককে সমানভাবে বিচার করা হবে।

ব্রিটেনে শ্রমিক অভিবাসনের জন্য সরকার পয়েন্টের ওপর ভিত্তি করে অভিবাসনের পদ্ধতির প্রবর্তন করতে যাচ্ছে বলে জানান তিনি।

এ ব্যবস্থার অধীনে ব্রিটেনে কাজ করতে আসা যেকোনো শ্রমিককেই ইংরেজিতে পারদর্শিতা থাকতে হবে।   পাশাপাশি ‘অনুমোদিত স্পন্সরে’র অধীনে তার যথাযথ দক্ষতা থাকা কাজের সুযোগ পেতে হবে।

এদিকে বিরোধীদলীয় লেবার পার্টি এ নীতির বিরোধিতা করে বলছে, এর মাধ্যমে ব্রিটেন শ্রমবাজার আকৃষ্ট করতে ব্যর্থ হবে।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।