ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাতারে করোনা ভাইরাস রোগী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
কাতারে করোনা ভাইরাস রোগী শনাক্ত

এবার করোনা ভাইরাস আক্রান্ত রোগীর তথ্য নিশ্চিত করেছে পারস্য সাগর তীরের দেশ কাতার। যার মাধ্যমে দেশটিতে প্রবেশ করলো প্রাণঘাতী কোভিড-১৯ রোগ।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) কাতারের জনস্বাস্থ্য বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে ওই রোগীর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

সংক্রামক ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বিশ্বজুড়ে ২ হাজার ৯২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর এ রোগে আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ১৭৩ জন। আর রোগটিতে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৩৩২ জন।

২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে কভিড-১৯ বিশ্বের ৫৩টি দেশে ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।