ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা রোগীর জন্য তৈরি হাসপাতাল বন্ধ করলো উহান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, মার্চ ৩, ২০২০
করোনা রোগীর জন্য তৈরি হাসপাতাল বন্ধ করলো উহান

চীনের উহানে শনাক্ত করোনা ভাইরাস দেশটিতে দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ায় বিভিন্ন শহর সিলগালা করে দেয় কর্তৃপক্ষ। বন্ধ করে দেওয়া হয় বিভিন্ন পরিবহন সেবা। তাতেও ভাইরাসের বিস্তার বন্ধ করা সম্ভব হয়নি।

অন্যদিকে ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুতগতিতে বাড়তে থাকলে তাদের সেবা দেওয়া শুরু করেন চিকিৎসাকর্মীরা। কিন্তু রোগীর তুলনায় হাসপাতালের সংখ্যা অপ্রতুল হওয়ায় বিশেষভাবে চিকিৎসাকেন্দ্র তৈরি করে তাতে সেবা দেওয়া শুরু হয়।

এসব হাসপাতালে রোগীরা নিয়মিত সেবা পাওয়ার পর সুস্থ হয়ে উঠতে থাকেন। আর তাতে চীনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমতে থাকে। একপর্যায়ে হাসপাতালে রোগীর সংখ্যা কমতে কমতে এমন পর্যায়ে পৌঁছায় যে বিশেষভাবে নির্মিত ১৬টি হাসপাতালের একটি মঙ্গলবার (০৩ মার্চ) বন্ধ করে দিয়েছে উহান।

তবে কোন হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়েছে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। শুধু জানানো হয়েছে, এদিন হাসপাতাল থেকে সুস্থ হয়ে সবশেষ রোগীটি বাড়ি ফিরেছেন।

প্রাণঘাতী করোনা ভাইরাসে শেষ খবর পর্যন্ত বিশ্বব্যাপী তিন হাজার একশর বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ৯০ হাজারের বেশি।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।