ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সুস্থ হয়েছেন ৭০ হাজারেরও বেশি করোনা আক্রান্ত রোগী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
সুস্থ হয়েছেন ৭০ হাজারেরও বেশি করোনা আক্রান্ত রোগী

২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনা ভাইরাস ডালপালা মেলতে শুরু করে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ রোগকে কভিড-১৯ নামে অভিহত করার পর একে মহামারী হিসেবে ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখন পর্যন্ত রোগটি বিশ্বের ১২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে গেছে। রোগটি প্রাণ কেড়েছে ৪ হাজার ৯৯০ জনের। এতে বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ১৬৮ জন।

এগুলো হলো রোগটির ভয়ংকর দিক। ঘাবড়াবেন না।

আশার দিকও কিন্তু আছে। মূর্তিমান আতঙ্ক হয়ে বিশ্বের প্রায় সব মহাদেশের আনাচে কানাচে ছড়িয়ে যাওয়া এ রোগে আক্রান্ত হওয়া রোগীদের ৭০ হাজার ৪০৭ জন কিন্তু ইতোমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। সুস্থ হওয়ার পথে চিকিৎসাধীন আরও বহু রোগী। একইসঙ্গে চীনের যে শহর থেকে এ ভাইরাস ছড়িয়ে গেছে সেখানেই নতুন করে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে আসতে শুরু করেছে। যদিও রোগটির ছোবলে ইতালি, ইরান, স্পেন, দক্ষিণ কোরিয়াসহ বহু দেশ বেশ বিপদেই আছে বলা চলে।

শুক্রবার (১৩ মার্চ) আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন দেশের করোনা ভাইরাস সংশ্লিষ্ট পরিসংখ্যান বিশ্লেষণ করে এসব তথ্য জানা যায়।

বিভিন্ন দেশের দেওয়া করোনা ভাইরাস সংশ্লিষ্ট পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, এ ভাইরাস সবচেয়ে বেশি শক্তি দেখিয়েছে চীনে। দেশটিতে ৮০ হাজার ৮১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে মৃত্যু হয়েছে ৩ হাজার ১৭৭ জনের। আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়েছেন ৬৪ হাজার ১৩১ জন। এখনো চিকিৎসাধীন আছেন ১৩ হাজার ৫০৬ জন। এদের মধ্যে ৪ হাজার ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে ধীরে ধীরে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কমে আসছে দেশটিতে। সর্বশেষ ২৪ ঘণ্টায়  দেশটিতে মৃত্যু হয়েছে মাত্র ৮ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন ২১ জন। বলতে গেলে দেশটি কভিড-১৯ রোগ নিয়ন্ত্রণে ভালোভাবেই এগিয়েছে।

কোন দেশে কতটা প্রভাব ফেলেছে করোনা ভাইরাস।

চীনে করোনা ভাইরাসের ঢেউ জোর হারালেও ইতালিতে ধারণ করেছে রুদ্রমূর্তি। দেশটিতে প্রতিদিনই উল্লেখযোগ্য হারে বাড়ছে মৃত্যুর সংখ্যা। সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৮৯ জনসহ দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬ জনে। বাড়ছে আক্রান্তের সংখ্যাও। দেশটিতে আক্রান্ত ১৫ হাজার ১১৩ জনের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ২৫৮ জন। এখনো চিকিৎসাধীন ১২ হাজার ৮৩৯ জন। এদের মধ্যে ১ হাজার ১৫৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

ইতালির পর ইরানে করোনা ভাইরাস প্রাণ কেড়েছে ৪২৯ জনের। সেখানে ১০ হাজার ৭৫ জন আক্রান্তের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৭৫ জন। এখনো চিকিৎসাধীন ৬ হাজার ৩৭০ জন।

আরও পড়ুন>> করোনা ভাইরাস: শিশুদের নিরাপদ রাখতে ইউনিসেফের পরামর্শ

এরপর দক্ষিণ কোরিয়ায় ৫১০, স্পেনে ১৮৯, জাপানে ১১৮, সিঙ্গাপুরে ৯৬, হংকংয়ে ৭৭, থাইল্যান্ডে ৩৫, বাহরাইনে ৩৫, মালয়েশিয়ায় ৩২, যুক্তরাষ্ট্রে ৩১, মিশরে ২৭, অস্ট্রেলিয়ায় ২৬, জার্মানিতে ২৫, ইরাকে ২৪, তাইওয়ানে ২০, সংযুক্ত আরব আমিরাতে ২০, যুক্তরাজ্যে ১৮ ও ভিয়েতনামে ১৬ জনসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীরা সুস্থ হয়ে উঠছেন। এছাড়া ডায়ামন্ড প্রিন্সেস জাহাজের ৩২৫ জন যাত্রীও ‍সুস্থ হয়েছেন চিকিৎসা নিয়ে।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।