বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলেই এ সদরদপ্তর স্থাপনের প্রস্তুতি শুরু হতে পারে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
চলতি সপ্তাহে জাপানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এ পরিকল্পনাকে জরুরি অবস্থা জারির উদ্যোগ হিসেবেই দেখা হচ্ছে।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় মার্চে সংশোধিত নতুন আইন অনুযায়ী, এ রোগ ‘ভয়ানক বিপজ্জনক’ হুমকি হয়ে উঠলে জরুরি অবস্থা জারি করতে পারবেন দেশটির প্রধানমন্ত্রী। ইতোমধ্যে এ ভাইরাস জাপানে অর্থনৈতিক মন্দার ঝুঁকি বাড়িয়েছে।
জরুরি অবস্থা জারি হলে, স্কুলসহ সব জনসমাগমের স্থান বন্ধ করা এবং মানুষকে বাড়িতে থাকতে নির্দেশ দেওয়ার মতো পদক্ষেপ নিতে হতে পারে।
বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
এফএম